সি প্রোগ্রামিং ভাষাকে Mother Language বলার কয়েকটি কারন নিচে দিচ্ছিঃ
- সি প্রোগ্রামিং ভাষা শিখলে যে কোনো ভাষা শেখা সহজ হয়। সি ভাষায় সব ভাষার বেসিক জিনিস গুলো আছে। কারন, সব জনপ্রিয় ভাষাই এ ভাষা থেকে বিভিন্ন নিয়মকানুন ধার করে নতুন ভাষা গুলো তৈরি হয়েছে।
- জনপ্রিয় সব ভাষা (যেমনঃ C++, D, Go, Rust, Java, JavaScript, Limbo, LPC, C#, Objective-C, Perl, PHP, Python, Swift, Verilog ইত্যাদি) তৈরি (implement) করা হয়েছে সি ভাষা দিয়ে। ফলে সাধারন ভাবেই সি এর বিভিন্ন বৈশিষ্ট্য এদের ভিতর পাওয়া যায়।
- সব জনপ্রিয় প্রোগ্রামিং ভাষাঃ ইনপুট/আউটপুট, লুপ, কন্ট্রোল-স্টেটমেন্ট, অ্যারে, ফাইল-হ্যান্ডেলিং ইত্যাদির ধরন সি প্রোগ্রামিং ভাষা থেকে ধার করেছে।
- সি এমন একটি ভাষা যা ছাড়া বাকী ভাষা প্রায় অচল। কারন অপারেটিং সিস্টেম সহ সব ধরনের প্রয়োজনীয় সিস্টেম সফটওয়্যার, অনুবাদক প্রোগ্রাম সব কিছুই সি প্রোগ্রামিং ভাষা দিয়ে তৈরি।
এছাড়া আমরা জানি সি অন্যান্য ভাষা থেকে দ্রুত কাজ করে, এটি দিয়ে তৈরি করা প্রোগ্রাম সব কম্পিউটারেই কাজ করে এবং এটি মিড লেভেল হওয়ায় মেশিনকে কোডিং করতেও ব্যবহার করা হয়।
এসব কারনেই সি প্রোগ্রামিং ভাষাকে Mother Language বলা হয়।
সি প্রোগ্রামিং ভাষাকে Mother Language বলার কয়েকটি কারন নিচে দিচ্ছিঃ
- সি প্রোগ্রামিং ভাষা শিখলে যে কোনো ভাষা শেখা সহজ হয়। সি ভাষায় সব ভাষার বেসিক জিনিস গুলো আছে। কারন, সব জনপ্রিয় ভাষাই এ ভাষা থেকে বিভিন্ন নিয়মকানুন ধার করে নতুন ভাষা গুলো তৈরি হয়েছে।
- জনপ্রিয় সব ভাষা (যেমনঃ C++, D, Go, Rust, Java, JavaScript, Limbo, LPC, C#, Objective-C, Perl, PHP, Python, Swift, Verilog ইত্যাদি) তৈরি (implement) করা হয়েছে সি ভাষা দিয়ে। ফলে সাধারন ভাবেই সি এর বিভিন্ন বৈশিষ্ট্য এদের ভিতর পাওয়া যায়।
- সব জনপ্রিয় প্রোগ্রামিং ভাষাঃ ইনপুট/আউটপুট, লুপ, কন্ট্রোল-স্টেটমেন্ট, অ্যারে, ফাইল-হ্যান্ডেলিং ইত্যাদির ধরন সি প্রোগ্রামিং ভাষা থেকে ধার করেছে।
- সি এমন একটি ভাষা যা ছাড়া বাকী ভাষা প্রায় অচল। কারন অপারেটিং সিস্টেম সহ সব ধরনের প্রয়োজনীয় সিস্টেম সফটওয়্যার, অনুবাদক প্রোগ্রাম সব কিছুই সি প্রোগ্রামিং ভাষা দিয়ে তৈরি।
এছাড়া আমরা জানি সি অন্যান্য ভাষা থেকে দ্রুত কাজ করে, এটি দিয়ে তৈরি করা প্রোগ্রাম সব কম্পিউটারেই কাজ করে এবং এটি মিড লেভেল হওয়ায় মেশিনকে কোডিং করতেও ব্যবহার করা হয়।
এসব কারনেই সি প্রোগ্রামিং ভাষাকে Mother Language বলা হয়।