নিয়ম-নীতি

শূন্য কমিউনিটিতে প্রশ্ন করার এবং উত্তর দেওয়ার সময় নিচের নিয়ম-নীতি সমূহ সকল সদস্যদের অনুসরণ করে চলার অনুরোধ করা হচ্ছেঃ

  1. সকল প্রশ্ন অবশ্যই শূন্য থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমের অন্তর্ভূক্ত বিষয় সমূহ থেকে হতে হবে।
  2. প্রশ্ন করার পূর্বে অবশ্যই প্রশ্নটি প্রথমে খুঁজে দেখার অনুরোধ করা হচ্ছে, হয়ত আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তর পূর্বে কেউ দিয়েছেন।
  3. প্রশ্ন করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যেন প্রশ্নের ভাষা যথেস্ট মার্জিত ও সাবলীল হয়।
  4. কোন প্রশ্ন অমূলক বা অপ্রাসঙ্গিক মনে হলে তা প্রতিবেদন করার অনুরোধ করা হচ্ছে।
  5. একই প্রশ্ন বারবার না করে, অর্থমূলক ও স্পস্ট প্রশ্ন করার অনুরোধ করা হচ্ছে।
  6. কোন প্রশ্নের উত্তর জানা থাকলে, যেকোন সদস্য উত্তর দিতে পারবেন, তবে সুস্পস্ট ধারণা না থাকলে উত্তর দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে।

এক বা একাধিক নিয়ম ভঙ্গকারীকে শূন্য কমিউনিটি কর্তৃপক্ষ বার্তা দিয়ে জানিয়ে বা না জানিয়ে কমিউনিটি থেকে বহিষ্কার করার ক্ষমতা রাখেন।

শূন্য কমিউনিটি

...