মোট 1 টি উত্তর
HTML হচ্ছে Web Page এর কাঠামো তৈরিতে ব্যবহার করা হয়। Color সহ জাবতীয় সাজানোর জিনিস হচ্ছে CSS এর কাজ। তাই HTML এ Color নিয়ে কিছু বলা হয়নি। --- CSS (Cascading Style Sheets) দিয়ে বিভিন্ন ভাবে লেখায় Color করা যায়। নিচে inline CSS দিয়ে লেখার রং পরিবর্তনের পদ্ধতি দেখানো হলঃ ``` <p style="color:red;">The text is in Red</p> ``` এখানে `style` attribute এর ভিতর CSS রুল লিখা যায়, এবং `color` দিয়ে লেখার রং কিরকম হবে তা বলে দেওয়া যায়। `red` এর যায়গায় আরো ব্যবহার করা যাবেঃ `green`, `blue`, `yellow` ইত্যাদি। `p` ট্যাগ ছাড়াও অন্য ট্যাগ গুলোতেও `style` অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবেন।
উত্তর পরিবর্তন করে হালনাগাদ বাটনে ক্লিক করুন।
এটি প্রতিবেদন করতে চান কারন এতে আছে,
আপনি কি নিশ্চিত আপনি এটি মুছতে চান?
...
পাতাটি লোড হতে 0.023 সেকেন্ড সময় লেগেছে
HTML হচ্ছে Web Page এর কাঠামো তৈরিতে ব্যবহার করা হয়। Color সহ জাবতীয় সাজানোর জিনিস হচ্ছে CSS এর কাজ। তাই HTML এ Color নিয়ে কিছু বলা হয়নি।
---
CSS (Cascading Style Sheets) দিয়ে বিভিন্ন ভাবে লেখায় Color করা যায়। নিচে inline CSS দিয়ে লেখার রং পরিবর্তনের পদ্ধতি দেখানো হলঃ
```
<p style="color:red;">The text is in Red</p>
```
এখানে `style` attribute এর ভিতর CSS রুল লিখা যায়, এবং `color` দিয়ে লেখার রং কিরকম হবে তা বলে দেওয়া যায়।
`red` এর যায়গায় আরো ব্যবহার করা যাবেঃ `green`, `blue`, `yellow` ইত্যাদি।
`p` ট্যাগ ছাড়াও অন্য ট্যাগ গুলোতেও `style` অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবেন।