`INSERT INTO` এর কাজ হল **নতুন ডেটা** ডেটাবেজে যুক্ত করা।
Microsoft Access এর `Append` অপশনটির কাজ হল কোনো **টেবল** থেকে ডেটা নিয়ে **অন্য টেবলে** রাখা, যাতে নতুন করে একই ডেটা আলাদাকরে যুক্ত করতে না হয়। দুটি টেবল একই ডেটাবেজের হতে পারে আবার ভিন্ন দুটি ডেটাবেজেরও হতে পারে।
আমার জানা মতে Append দিয়ে কমন কাজ করার কোনো SQL নেই।
আপনি কি Microsoft Access এর Append অপশনটির কথা বলছেন?
জি।
`INSERT INTO` এর কাজ হল **নতুন ডেটা** ডেটাবেজে যুক্ত করা।
Microsoft Access এর `Append` অপশনটির কাজ হল কোনো **টেবল** থেকে ডেটা নিয়ে **অন্য টেবলে** রাখা, যাতে নতুন করে একই ডেটা আলাদাকরে যুক্ত করতে না হয়। দুটি টেবল একই ডেটাবেজের হতে পারে আবার ভিন্ন দুটি ডেটাবেজেরও হতে পারে।