যে ভাবে 2 (বাইনারি), 8 (অক্টাল) এবং 16 (হেক্সা) বেজ সংখ্যা ডেসিম্যালে কনভার্ট করা হয়, একই ভাবেই 5, 6, 7 অথবা যে কোনো বেজের সংখ্যা ডেসিম্যালে কনভার্ট করা হয়।
ধরা যাক, 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির একটি সংখ্যা 443₅ । এখন এটিকে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে হবে।
সেজন্য প্রথমে একক সংখ্যা অর্থাৎ 3 কে 5⁰ দ্বারা, দশক কে 5¹ দ্বারা ও শতককে এভাবে 5² দ্বারা গুণন করে যোগ করতে হবে। উক্ত যোগফল-ই আমাদের আলোচ্য সংখ্যার দশমিক রূপ।
mukhosto kmne krbn vi.. eta to bangla pora na
যে ভাবে 2 (বাইনারি), 8 (অক্টাল) এবং 16 (হেক্সা) বেজ সংখ্যা ডেসিম্যালে কনভার্ট করা হয়, একই ভাবেই 5, 6, 7 অথবা যে কোনো বেজের সংখ্যা ডেসিম্যালে কনভার্ট করা হয়।
নিচে 5 বেজের সংখ্যার একটি উদাহরণ দেওয়া হলঃ
```
(12.34)_5 <= একটি 5 বেজের সংখ্যা
1*5^1 + 2*5^0 + 3*5^-1 + 4*5^-2 = 7.76
∴ (12.34)_5 = (7.76)_10
```
যত **ভিত্তি** এর সংখ্যা হবে `5` এর যায়গায় তত হবে।
ধরা যাক, 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির একটি সংখ্যা 443₅ । এখন এটিকে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে হবে।
সেজন্য প্রথমে একক সংখ্যা অর্থাৎ 3 কে 5⁰ দ্বারা, দশক কে 5¹ দ্বারা ও শতককে এভাবে 5² দ্বারা গুণন করে যোগ করতে হবে। উক্ত যোগফল-ই আমাদের আলোচ্য সংখ্যার দশমিক রূপ।
443₅ =(3×5⁰)+(4×5¹)+(4×5²)
= 3 + 20 + 100
= 123
∴ 443₅ = 123₁₀
এভাবে যেকোনো ভিত্তির সংখ্যাকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা যায়।