মোট 1 টি উত্তর
**আপডেটঃ** স্টেপ ১ এর পর ২ হবে। নিচে ভুলটি ঠিক করে দেওয়া হল। --- নিচে একটি for লুপ এর কোড দেওয়া হলঃ ``` for(int i=1 ; i<10; i++) { printf("%d", i); } // OUTPUT: // 123456789 ``` এর স্টেপ গুলো নিচে দিচ্ছিঃ ১. `int i=1` `i` নামে একটি ভেরিয়েবল তৈরি হবে এবং এর মান হবে `1`। ২. `i<10` যেহেতু ১০ থেকে ১ ছোট তাই লুপটি চলতে থাকবে। ৩. `printf("%d", i);` `i` এর মান প্রিন্ট হবেঃ `1`। ৪. `i++` `i` এর মান ১ বাড়বে। এখন `i` এর মান ২। ৫. `i<10` যেহেতু ১০ থেকে ২ ছোট তাই লুপটি চলতে থাকবে। ৬. `printf("%d", i);` `i` এর মান প্রিন্ট হবেঃ `2`। ৭. `i++` `i` এর মান ১ বাড়বে। এখন `i` এর মান ৩। ৮. `i<10` যেহেতু ৩ ছোট ১০ থেকে তাই লুপটি চলতে থাকবে। ... ... ... যখন `i` এর মান `i++` এ বেড়ে ১০ হবে তখন `i<10` কন্ডিশন `false` হবে এবং লুপ থেকে বের হয়ে যাবে। --- `for` লুপের প্রতিটি অংশকে যদি এভাবে নাম্বার দেওয়া হয়ঃ ``` for( 1 ; 2 ; 3) { 4 } ``` তাহলে লুপটি চলতে থাকবে এভাবেঃ ``` 1 > 2 > 4 > 3 > 2 > 4 > 3 > 2 > 4 > 3 > 2 > 4 > 3 > 2 > 4 ... ``` 2 এর কন্ডিশনটি যখনই `false` হবে তখনই লুপ টি বন্ধ হয়ে যাবে। এবং পরের কোনো স্টেটমেন্ট থাকলে তা কাজ করা শুরু করবে।
উত্তর পরিবর্তন করে হালনাগাদ বাটনে ক্লিক করুন।
এটি প্রতিবেদন করতে চান কারন এতে আছে,
আপনি কি নিশ্চিত আপনি এটি মুছতে চান?
...
পাতাটি লোড হতে 0.022 সেকেন্ড সময় লেগেছে
**আপডেটঃ** স্টেপ ১ এর পর ২ হবে। নিচে ভুলটি ঠিক করে দেওয়া হল।
---
নিচে একটি for লুপ এর কোড দেওয়া হলঃ
```
for(int i=1 ; i<10; i++)
{
printf("%d", i);
}
// OUTPUT:
// 123456789
```
এর স্টেপ গুলো নিচে দিচ্ছিঃ
১. `int i=1`
`i` নামে একটি ভেরিয়েবল তৈরি হবে এবং এর মান হবে `1`।
২. `i<10`
যেহেতু ১০ থেকে ১ ছোট তাই লুপটি চলতে থাকবে।
৩. `printf("%d", i);`
`i` এর মান প্রিন্ট হবেঃ `1`।
৪. `i++`
`i` এর মান ১ বাড়বে। এখন `i` এর মান ২।
৫. `i<10`
যেহেতু ১০ থেকে ২ ছোট তাই লুপটি চলতে থাকবে।
৬. `printf("%d", i);`
`i` এর মান প্রিন্ট হবেঃ `2`।
৭. `i++`
`i` এর মান ১ বাড়বে। এখন `i` এর মান ৩।
৮. `i<10`
যেহেতু ৩ ছোট ১০ থেকে তাই লুপটি চলতে থাকবে।
...
...
...
যখন `i` এর মান `i++` এ বেড়ে ১০ হবে তখন `i<10` কন্ডিশন `false` হবে এবং লুপ থেকে বের হয়ে যাবে।
---
`for` লুপের প্রতিটি অংশকে যদি এভাবে নাম্বার দেওয়া হয়ঃ
```
for( 1 ; 2 ; 3)
{
4
}
```
তাহলে লুপটি চলতে থাকবে এভাবেঃ
```
1 > 2 > 4 > 3 > 2 > 4 > 3 > 2 > 4 > 3 > 2 > 4 > 3 > 2 > 4 ...
```
2 এর কন্ডিশনটি যখনই `false` হবে তখনই লুপ টি বন্ধ হয়ে যাবে। এবং পরের কোনো স্টেটমেন্ট থাকলে তা কাজ করা শুরু করবে।