২ এর পরিপূরক এর বিয়োগ একদম ঝামেলা লাগছে...??!বিয়োজ্য যদি ঋণাত্মক(-) হয় তাহলে কি মোট দুইবার ২ এর পরীপূরক করতে হবে?? মুজিবুর রহমানের বইয়ে -৫ থেকে +৮ বিয়োগ করলে +৩ হয় লেখল আর এখানে দেখাচ্ছে ১৩?!কেন এমন হচ্ছে??
আপনি বই এর যে উদাহরণ এর কথা বলছেন সেটা ভুল না বললে উদাহরণ ২, এবং সেখানে -৫ হতে -৮ বিয়োগ করা হয়েছে। তার মানে সেটা হলো -৫-(-৮)।
সো আপনার এখানে ইনপুট হবে -৫ আর -৮। তাহলে উত্তর ৩।
আর আপনি এখানে বলছেন -৫ থেকে +৮ বিয়োগ করা হয়েছে যা দাঁড়ায় -৫-(+৮) যা বই এ নেই।
এক্ষেত্রে আপনার ইনপুট -৫ এবং +৮। এবং উত্তর -১৩
আপনি বই এর যে উদাহরণ এর কথা বলছেন সেটা ভুল না বললে উদাহরণ ২, এবং সেখানে -৫ হতে -৮ বিয়োগ করা হয়েছে। তার মানে সেটা হলো -৫-(-৮)।
সো আপনার এখানে ইনপুট হবে -৫ আর -৮। তাহলে উত্তর ৩।
আর আপনি এখানে বলছেন -৫ থেকে +৮ বিয়োগ করা হয়েছে যা দাঁড়ায় -৫-(+৮) যা বই এ নেই।
এক্ষেত্রে আপনার ইনপুট -৫ এবং +৮। এবং উত্তর -১৩
ধন্যবাদ