অর্থাৎ এটি কি কি কাজে ব্যবহার করা যায়,এটি শিখার উপকারিতা কি ইত্যাদি ইত্যাদি।
তাছাড়া এই সফ্টওয়্যারটা কোথায় পাব তার একটা লিংক মেইল করবেন দয়া করে।
অনেক ধন্যবাদ সবাইকে।
আপনাদের হাত ধরেই আমি সামনে আগাতে চাই।
মোট 1 টি উত্তর
উত্তর পরিবর্তন করে হালনাগাদ বাটনে ক্লিক করুন।
এটি প্রতিবেদন করতে চান কারন এতে আছে,
আপনি কি নিশ্চিত আপনি এটি মুছতে চান?
...
পাতাটি লোড হতে 0.008 সেকেন্ড সময় লেগেছে
DMBS বা Database Management System এ ডেটা নিয়ন্ত্রন (যুক্ত করা, পরিবর্তন করা ইত্যাদি) করতে SQL ভাষা ব্যবহার করা হয়। ডেটাবেজ নিয়ে কাজ করতে হলে SQL জানা বাধ্যতামূলক। ডেটাবেজ কিভাবে কাজ করে তা বুঝার জন্যও এটি শিখা দরকার।
এটি কোনো সফটওয়্যার না, এটি একটি ভাষা, যা বিভিন্ন সফটওয়্যারে ব্যবহার করা হয়। SQL ব্যবহার করে এরকম জনপ্রিয় কিছু সফটওয়্যার হলঃ
- Microsoft Access
- MySQL
- SQL Server
- Oracle
ইত্যাদি।
এগুলোর মধ্যে Microsoft Access এর ব্যবহারই একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিখানো হয়।