১)Responsive web design বলতে কি বুঝায়?এটি কি html tag গুলো দিয়ে করা হয়?২)PSD To Html এটা কি বা কেন দরকার?এটা কি দ্বারা করতে হয়?৩)HTML টেম্প্লেট কি এটা কি কাজে লাগে এবং এটা কিভাবে বা কি দিয়ে তৈরা করতে হয়।জানাবেন প্লিজ।
মোট 1 টি উত্তর
উত্তর পরিবর্তন করে হালনাগাদ বাটনে ক্লিক করুন।
এটি প্রতিবেদন করতে চান কারন এতে আছে,
আপনি কি নিশ্চিত আপনি এটি মুছতে চান?
...
পাতাটি লোড হতে 0.007 সেকেন্ড সময় লেগেছে
১. রেসপন্সিভ ওয়েব ডিজাইন মানে হল এমন একটি ওয়েবসাইট যা ডিভাইস পরিবর্তনের সাথে সাথে সেই ডিভাইস স্ক্রিনের সাথে ডিজাইন পরিবর্তন করে নিতে পারবে। এটি সিএসএস দিয়ে করা হয়।
২. PSD to HTML মানে ফটোশপ দিয়ে ওয়েবসাইট ডিজাইন করে তা বাস্তব ডিজাইনে রুপান্তর করা। এটির জন্য সফটওয়্যার আছে, আবার নিজেও করা যায়। এটিও সিএসএস এর কাজ।
৩. টেম্প্লেট হল একটি ওয়েবসাইটের জন্য তৈরি করা ডিজাইন, যেখানে সব পসিবল এলিমেন্ট থাকে। নিজে ওয়েবসাইটের ডিজাইন না করে ওয়েবসাইটে এরকম টেমপ্লেট যুক্ত করা যায়।