যেকোন সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে পদ্ধতি অনুসরণ করা হয়। ধাপে ধাপে সমস্যা সমাধানের পদ্ধতিকে আমরা অ্যালগরিদম বলে থাকি। আর আমরা এই অ্যালগরিদমকে কিছু কিছু সাংকেতিক চিহ্নের মাধ্যমে উপস্থাপন করা হয়। এইসব সাংকেতিক চিহ্নের মাধ্যমে সমস্যা সমাধানের এই পদ্ধতিকে আমরা ফ্লোচার্ট বলে থাকি। Frank এবং Lillian Gilbreth সর্বপ্রথম এটি ব্যবহার করেন। তারা এটিকে "Process Charts: First Steps in Finding the One Best Way to do Work", বলেন। তারা 1921-এ American Society of Mechanical Engineers (ASME)-এর একটি প্রেজেনটেশনে এটি উপস্থাপন করেন।
ধন্যবাদ
ছবির মাধ্যমে কোনো কাজের ধাপ গুলো দেখানো কে Flow Chart বলে। এখানে মূলত কখন কি হলে কোথায় যাবে (flow হবে) তা দেখানো হয় বলে একে Flow Chart বলে।
যেকোন সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে পদ্ধতি অনুসরণ করা হয়। ধাপে ধাপে সমস্যা সমাধানের পদ্ধতিকে আমরা অ্যালগরিদম বলে থাকি। আর আমরা এই অ্যালগরিদমকে কিছু কিছু সাংকেতিক চিহ্নের মাধ্যমে উপস্থাপন করা হয়। এইসব সাংকেতিক চিহ্নের মাধ্যমে সমস্যা সমাধানের এই পদ্ধতিকে আমরা ফ্লোচার্ট বলে থাকি। Frank এবং Lillian Gilbreth সর্বপ্রথম এটি ব্যবহার করেন। তারা এটিকে "Process Charts: First Steps in Finding the One Best Way to do Work", বলেন। তারা 1921-এ American Society of Mechanical Engineers (ASME)-এর একটি প্রেজেনটেশনে এটি উপস্থাপন করেন।
ধন্যবাদ