আমি html ব্যবহার করে এপ মডিফাই করে পূর্নাঙ্গ কয়েকটা অ্যাপ তৈরি করেছি। অনেক সময় আটকে যাই। এই অ্যাপ পাবার পরে কেন যেন ভরষা পাচ্ছি।
ছোট একটা প্রশ্ন করি।
আমি যদি কোন পৃষ্টায় কোন ছবি বা লেখা শো করাতে চাই যা স্বয়ংক্রিয়ভাবে পৃষ্টার একেবারে নিচে অবস্থান করবে? পেজের কন্টেন্ট যদি হাফ পেজও হয় তবুও আমার ছবি বা নির্দিষ্ট লেখাটি যেন মোবাইলের ডিসপ্লে'র নিচের অংশে থাকে। তাহলে কোন কোড ব্যবহার করব? আমি কিন্তু bottom এ ব্যবহার করার কথা বলেছি।
মোট 5 টি উত্তর
উত্তর পরিবর্তন করে হালনাগাদ বাটনে ক্লিক করুন।
এটি প্রতিবেদন করতে চান কারন এতে আছে,
আপনি কি নিশ্চিত আপনি এটি মুছতে চান?
...
পাতাটি লোড হতে 0.009 সেকেন্ড সময় লেগেছে
এই এপ এ এই অসুবিধাটা আছে, আশা করি ফিক্স করে দেওয়া হবে, <Html> না শুরু করলেও সব ই সাপোর্ট করে, আসলেই ঝামেলার ????
আমি তো এই অ্যাপের কোন সমস্যার কথা বলিনি ভাই।
আপনাকে CSS এ নিচের রুল গুলো দিয়ে দেখতে পারেনঃ
```
.content {
position: fixed;
bottom: 0px;
}
```
যে এলিমেন্টটিকে নিচে ফিক্স করে দিতে চান তার class হবে `class="content"`।
@জামান অ্যাপে কোনো সমস্যা পেলে অ্যাপের **ফিডব্যাক** অপশনটি ব্যবহার করা আমাদের সমস্যাটি জানাতে পারেন।
ধন্যবাদ সোহাগ ভাই, আমি ভিন্ন উপায়ে আমি সমস্যার সমাধান করেছি।