আমি কিছুতেই আমার বানানো অ্যাপে ডিফল্ট ফন্ট চেঞ্জ করতে পারছিনা। ফন্ট চেঞ্জ করার কোড এবং প্রসেসটা যদি কেউ দিতেন।
মোট 5 টি উত্তর
উত্তর পরিবর্তন করে হালনাগাদ বাটনে ক্লিক করুন।
এটি প্রতিবেদন করতে চান কারন এতে আছে,
আপনি কি নিশ্চিত আপনি এটি মুছতে চান?
...
পাতাটি লোড হতে 0.008 সেকেন্ড সময় লেগেছে
CSS এর `font-family" ব্যবহার করে ফন্ট পরিবর্তন করতে পারবেন।
```
<p style="font-family:monospace">Welcome</p>
```
ধন্যবাদ সোহাগ ভাই।
এটা তো বুঝালাম। ধরুন, আমি BenSenHandwriting ফন্ট টা ডিফল্ট ভাবে ইউজ করব। সেখত্রে ফন্ট ফ্যামিলির জায়গায় ফন্টের নাম দিয়ে কাজ হচ্ছেনা।
(আমি অ্যাপ কাস্টমাইজ করার ক্ষেত্রে ফন্ট ব্যবহারের কথা বলেছি।)
সম্ভবত ফন্টটি আপনার কম্পিউটারে নেই তাই কাজ করছে না। আপনি ওয়েবসাইট বানাচ্ছেন না অ্যাপ বানাচ্ছেন?
আমি অ্যাপ বানাচ্ছি, সেটাও মোবাইল দিয়ে। সবই হচ্ছে, fonts নামে একটা ফোল্ডার করে css এ ফন্টের নাম দিলেই হবার কথা, কিন্তু হচ্ছেনা। কিছুতেই হচ্ছেনা।
সবুজ ভাই ফোনে কোডিং করে অ্যাপ বানানোর প্লাটফর্্ম কোনটি? প্লিজ বলবেন।আমি অনেক খুজেছি পাই নি।অগ্রিম ধন্যবাদ