এই অ্যাপে কি পাইথন ল্যাঙ্গুয়েজ অন্তর্ভুক্ত করা যাবে কিনা?

# পাইথন কেন?

পাইথন সহজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি ইংরেজি প্যারাগ্রাফ লেখার মতো। ইদানিং পাইথনের জনপ্রিয়তা বেড়ে চলছে।

> আসো পাইথন শিখি, সহজভাবে প্রোগ্রামিং করি।

# সহজ কোডিংঃ

পাইথনে কোড করা সহজ ও বোধগম্য। আর এটি ক্লাস ৬ষ্ঠ থেকে শুরু করে সবাই শিখতে পারবে।

# অনুরোধঃ

এই অ্যাপ ডেভেলপারদের কে উদ্দেশ্য করে বলছি, আপনারা পাইথন ল্যাঙ্গুয়েজ যোগ করতে পারেন। তাহলে পাইথন শিখতে পারব সহজভাবে এই অ্যাপ থেকে।

প্রোগ্রামিং পাইথন ল্যাঙ্গুয়েজ
Md. Anisur Rahman 18 326 25 Feb 2020, 1:44am edit

এখনো কোনো উত্তর পাওয়া যায়নি! ☹

আপনি এখনো প্রবেশ করেননি। নিচের বাটন গুলো ব্যবহার করে প্রবেশ করুন অথবা যুক্ত হোন।

উত্তর পরিবর্তন করে হালনাগাদ বাটনে ক্লিক করুন।

এটি প্রতিবেদন করতে চান কারন এতে আছে,

আপনি কি নিশ্চিত আপনি এটি মুছতে চান?

শূন্য কমিউনিটি

...

পাতাটি লোড হতে 0.006 সেকেন্ড সময় লেগেছে