মোট 1 টি উত্তর
Pulse হচ্ছে ক্ষুদ্র সময়ের জন্য বিদ্যুত প্রবাহ দেওয়া। ক্ষুদ্র সময় বলতে ন্যানো সেকেন্ড থেকে অবস্থা ভেদে কয়েক মিনিটও হতে পারে। 1 ন্যানো সেকেন্ড = ১ সেকেন্ডের 1,000,000,000 ভাগের এক ভাগ। পালসের উদাহরনঃ ``` 5v ┌───┐ ┌───┐ ┌───┐ │ │ │ │ │ │ 0v ───┘ └───┘ └───┘ └─── ``` উপরে ৩টি পালস দেওয়া আছে। ৫ ভোল্টেজে যাওয়া মানেই পালস। ক্ষেত্র বিশেষ ভোল্টেজের মান কম বেশী হতে পারে। --- Toggle মানে অপর মানে পরিবর্তন করা। রেজিস্টারের কোনো ফ্লিপফ্লপ এ `0` থাকলে টোগল করলে তা `1` হয়ে যাবে। একই ভাবে `1` থাকলে টোগল করলে তা `0` হবে।
উত্তর পরিবর্তন করে হালনাগাদ বাটনে ক্লিক করুন।
এটি প্রতিবেদন করতে চান কারন এতে আছে,
আপনি কি নিশ্চিত আপনি এটি মুছতে চান?
...
পাতাটি লোড হতে 0.031 সেকেন্ড সময় লেগেছে
Pulse হচ্ছে ক্ষুদ্র সময়ের জন্য বিদ্যুত প্রবাহ দেওয়া। ক্ষুদ্র সময় বলতে ন্যানো সেকেন্ড থেকে অবস্থা ভেদে কয়েক মিনিটও হতে পারে। 1 ন্যানো সেকেন্ড = ১ সেকেন্ডের 1,000,000,000 ভাগের এক ভাগ।
পালসের উদাহরনঃ
```
5v ┌───┐ ┌───┐ ┌───┐
│ │ │ │ │ │
0v ───┘ └───┘ └───┘ └───
```
উপরে ৩টি পালস দেওয়া আছে। ৫ ভোল্টেজে যাওয়া মানেই পালস। ক্ষেত্র বিশেষ ভোল্টেজের মান কম বেশী হতে পারে।
---
Toggle মানে অপর মানে পরিবর্তন করা। রেজিস্টারের কোনো ফ্লিপফ্লপ এ `0` থাকলে টোগল করলে তা `1` হয়ে যাবে। একই ভাবে `1` থাকলে টোগল করলে তা `0` হবে।