Imran16 ভাই একটা ছোট্ট মিসটেক করেছেন। সেটা হল - একটি ক্যারেক্টার যে জায়গা দখল করে সেটা বিট, তা ঠিক আছে। কিন্তু অক্ষর বলাটা ভুল হবে। কারণ এখানে ক্যারেক্টার বলতে বাইনারি ক্যারেক্টার বুঝানো হয়। যেমন বাইনারি 1 বা 0 হলো একটি ক্যারেক্টার। আপনার ব্যবহৃত পদ্ধতির উপর ভিত্তি করে এক বা একাধিক বিটের সমন্বয়ে একটি অক্ষর প্রকাশ করা হয়ে থাকে।
কম্পিউটার একক হিসাবে বিট এবং বাইট কে ধরা হয়।
বিটঃ একটি ক্যারেক্টার বা অক্ষর যেটুকু জায়গা দখল করে তাকে এক বিট বলে।
বাইটঃ ৮ বিট সমান ১ বাইট, অর্থাৎ ৮ টি ক্যারেক্টার বা অক্ষর যেটুকু জায়গা দখল করে তাকে ১ বাইট বলে।
বিট এবং বাইট এর সূত্রসমূহঃ
- ৮ বিট = ১ বাইট
- ১০২৪ বাইট = ১ কিলোবাইট
- ১০২৪ কিলোবাইট = ১ মেগাবাইট
- ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট
আশা করি বুঝতে পেরেছেন।
Imran16 ভাই একটা ছোট্ট মিসটেক করেছেন। সেটা হল - একটি ক্যারেক্টার যে জায়গা দখল করে সেটা বিট, তা ঠিক আছে। কিন্তু অক্ষর বলাটা ভুল হবে। কারণ এখানে ক্যারেক্টার বলতে বাইনারি ক্যারেক্টার বুঝানো হয়। যেমন বাইনারি 1 বা 0 হলো একটি ক্যারেক্টার। আপনার ব্যবহৃত পদ্ধতির উপর ভিত্তি করে এক বা একাধিক বিটের সমন্বয়ে একটি অক্ষর প্রকাশ করা হয়ে থাকে।